টোকিও অলিম্পিক্সে কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া। ২০১৮ সালে কমনওয়েলথে সোনা জিতেছিলেন বজরং। এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন ২০১৭ এবং ২০১৯ সালে। এ বার অলিম্পিক্সে ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন তিনি। বজরং পুনিয়াকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি।
এ বারের অলিম্পিক্সে সাতটি পদক এল ভারতের ঝুলিতে। এরআগে ভারত নয় বছর আগে লন্ডন অলিম্পিক্সে ছয়টি সোনা পেয়েছিল।
ভারোত্তোলনে দেশকে রুপো এনে দেন মীরাবাই চানু। এরপর ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জেতেন পিভি সিন্ধু। বক্সিংয়ে ব্রোঞ্জ জেতেন লভলিনা বড়গোহাঁই। বৃহস্পতিবার হকিতে ব্রোঞ্জ জেতেন ভারতের ছেলেদের দল। একই দিনে কুস্তিতে ভারতকে রুপো এনে দেন রবি কুমার দাহিয়া। সব শেষে শনিবার কুস্তিতে ব্রোঞ্জ এবং জ্যাভলিনে সোনা পেল ভারত।
Comments are closed.