১৯ তৃণমূল নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি অস্বাভাবিক নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট; খারিজ ED-কে যুক্ত করার নির্দেশও 

পুজোয় বড়সড় স্বস্তিতে রাজ্যের শাসক দল। ১৯ তৃণমূল নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধিতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। বৃহস্পতিবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে ওই মামলায় ইডিকে যুক্ত করার যে নির্দেশ কলকাতা হাই কোর্ট দিয়েছিল, তাও এদিন খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। 

তৃণমূলের ১৯ জন নেতা ও মন্ত্রীর সম্পত্তি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি এই অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে যুক্ত করার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী স্বর্ণকমল সাহা এবং আরও কয়েকজন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। এদিন সেই মামলারই শুনানি ছিল। তাতে কলকাতা হাই কোর্টের নির্দেশকে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, ওই ১৯ নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধিতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। ফলে স্বাভাবিকভাবেই পুজোর মধ্যে বড়সড় স্বস্তিতে তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রী। 

Comments are closed.