বিরোধী দল থেকেই কী PAC চেয়ারম্যান নিযুক্ত হন? মুকুল রায়ের চেয়ারম্যান পদ খারিজের মামলায় প্রশ্ন বিচারপতি বিন্দলের

মুকুল রায়েকে বিধানসভার PAC চেয়ারম্যান করার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়।

মঙ্গলবার এই মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল মামলাকারীর আইনজীবীর কাছে দুটি প্রশ্নের জবাব চান। বিচারপতি জানতে চান, PAC চেয়ারম্যান পদের নিয়োগের জন্য কী রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি প্রয়োজন? এবং দ্বিতীয়, বিরোধী দল থেকেই PAC চেয়ারম্যান নির্বাচন করতে হবে এমন কোনও নিদির্ষ্ট নিয়ম রয়েছে কিনা?

জানা গিয়েছে, বিচারপতির দুটি প্রশ্নের উত্তরেই মামলাকারীর আইনজীবী জানিয়েছেন বিরোধী দল থেকেই PAC চেয়ারম্যান হওয়ার রীতি রয়েছে।

উল্লেখ্যযোগ্য ভাবে এদিন আদালতের ডিভিশন বেঞ্চ জানাতে চায়, মুকুল রায় যে তৃণমূলে যোগ দিয়েছে বা বিজেপি ছেড়েছে এমন কোনও প্রমাণ রয়েছে কিনা? মামলাকারীর আইনজীবী জানান, মুকুল রায়ের তৃণমূলে যোগদানের ভিডিও গণমাধ্যমগুলিতে প্রচারিত। তা ছাড়া উনি তৃণমূলে নেই এমন কথাও নিজে থেকে বলেননি।

এই মামলায় বিধায়ক মুকুল রায়কেও পক্ষ করা হয়। এদিন মুকুল রায়ের তরফে আদালতে হলফনামা পেশ করা হয়। সূত্রের খবর, হলফনামায় মুকুল রায় জানিয়েছেন, তিনি কোন দলের টিকিটে নির্বাচন লড়েছেন, এখন তাঁর রাজনৈতিক অবস্থান কী সে সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।

দু’পক্ষের সওয়াল জবাব শুনে ৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির তারিখ দেয় আদালত।

Comments are closed.