ছত্তিসগঢ়ে মাওবাদী-সিআরপিএফ গুলির লড়াই, মৃত দুই জওয়ান, গুলি বিনিময়ের মাঝে পড়ে মৃত্যু এক নাবালিকার

ছত্তিসগঢ়ের বিজাপুরে সিআরপিএফ মাওবাদী গুলির লড়াই। মৃত্যু দুই সিআরপিএফ জওয়ানের। আহত হয়েছেন আরও এক জওয়ান। পুলিশ সূত্রে খবর, গুলি বিনিময় চলার সময় মাঝে পড়ে যায় দুই নাবালিকা। গুলিবিদ্ধ হয়ে এক নাবালিকার ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আর এক নাবালিকাকে হাসপাতালে পাঠানো হয়েছে, বলে পুলিশ সূত্রে খবর।

শুক্রবার সকালে সিআরপিএফের একটি দল তল্লাশি অভিযানে যায়। বিজাপুরের কেশকুতুল এবং চলপারার মাঝে মাওবাদীরা হামলা চালায়। সিআরপিএফ জওয়ানরাও পাল্টা জবাব দেন। গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সিআরপিএফ জওয়ানের। আর একজনকে গুরুতর আহত অবস্থায় ক্যাম্পে ফিরিয়ে আনা হলেও বাঁচানো যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে সিআরপিএফের বিশাল বাহিনী। জঙ্গলে চলছে তল্লাশি অভিযান।

পুলিশ সূত্রে খবর, একটি মালবাহী ভ্যান নিয়ে যাচ্ছিল দুই নাবালিকা। সেই সময় আচমকাই মাওবাদী ও সিআরপিএফের মধ্যে গুলি বিনিময় শুরু হয়ে যায়। মাঝখানে পড়ে যায় দুই নাবালিকা। এই সময় একটি গুলি লাগলে মাঠেই পড়ে যায় এক নাবালিকা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় আর এক নাবালিকাকে। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments are closed.