দলেরই ক্যাডারের হাতে খুন মাওবাদী নেতা! ছত্তিসগঢ় পুলিশের দাবি ঘিরে প্রশ্ন

কিছুদিন আগেই তেলেঙ্গানা পুলিশ দাবি করেছিল মাওবাদীদের প্রাক্তন সাধারণ সম্পাদক গণপতি শারীরিক কারণে আত্মসমর্পণ করবেন। আজ পর্যন্ত যা ঘটেনি। এবার ছত্তিসগঢ়ের বস্তার পুলিশ দাবি করল, ক্যাডারদের হাতে খুন হয়েছেন মাওবাদী নেতা মোদিয়াম ভিজ্জা। পুলিশের নতুন দাবি ঘিরে প্রশ্ন তুলছেন সাংবাদিকদের একাংশ।
মাওবাদী পার্টির গাঙ্গলুর এরিয়া কমিটি ইনচার্জ এবং দলের ডিভিশনাল কমিটির সদস্য মোদিয়াম ভিজ্জার মাথার উপর ৮ লক্ষ টাকার সরকারি ইনাম ছিল।
২ অক্টোবর, শুক্রবার বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পাট্টিলিঙ্গম দাবি করেন, বেশ কিছুদিন ধরেই খবর পাচ্ছিলাম সিপিআই মাওবাদীর পশ্চিম বস্তার ডিভিশনে কিছু সমস্যা চলছে। নির্বিচারে সাধারণ মানুষ নিধন নিয়ে দলের এই ডিভিশনে দ্বিমত আছে। তারই ফলশ্রুতিতে শুক্রবার বিজাপুর জেলায় নিজের ক্যাডারদের হাতে খুন হতে হল মোদিয়াম ভিজ্জার মতো নেতাকে।
তেলেঙ্গানা টুডে সংবাদপত্রের দাবি, ভিজ্জা তাঁর ক্যাডারদের কয়েকজন গ্রামবাসীকে খতম করার নির্দেশ দেন। ক্যাডারের একাংশের তাতে আপত্তি ছিল। সেই থেকেই ঝগড়া এবং গুলিতে মৃত্যু মাওবাদী নেতার। তবে যে মাওবাদী নেতা নিজের সঙ্গে সর্বক্ষণ একে ৪৭ নিয়ে ঘোরেন, তিনি তা ব্যবহারের সুযোগ পাননি, এমনটা হুবহু মেনে নিতে নারাজ সাংবাদিকদের একাংশ। তাঁরা বলছেন, ক’দিন আগেই সংবাদপত্রে ঘটা করে ছাপা হয়েছিল মাওবাদীদের প্রাক্তন সাধারণ সম্পাদক গনপতি শারীরিক কারণে আত্মসমর্পণ করবেন। মাওবাদীরা বিবৃতি দিয়ে তা খণ্ডন করে। এখনও পর্যন্ত সেই খবরের সত্যতা প্রমাণিত হয়নি। সেদিকে নজর রেখেই দলের ক্যাডারদের হাতে নেতার মৃত্যুর খবর এখনও পুরোপুরি যাচাই করে উঠতে পারেননি তাঁরা।

Comments are closed.