গোবর করোনার বিরুদ্ধে লড়ে না বরং ডেকে আনতে পারে ব্ল্যাক ফাঙ্গাস! সতর্ক করছেন চিকিৎসকরা

প্রতিষেধক হিসাবে গোবর ব্যবহারে মানুষের শরীরে ছত্রাক সংক্রমণের বিরাট সম্ভাবনা

দেশে বেলাগাম করোনা। এর মধ্যেও বুজরুকির অভাব নেই। কেউ সারা গায়ে গোবর মেখে বসে আছেন, কেউ বা ঢকঢক করে খেয়ে ফেলছেন গেলাস গেলাস গোমূত্র! কিন্তু এই সব করে কি আদৌ করোনা থেকে মুক্তি মেলে?

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিষেধক হিসাবে গোবর ব্যবহারে মানুষের শরীরে ছত্রাক সংক্রমণের বিরাট সম্ভাবনা। ভয়াবহ এই ফাঙ্গাসের নাম ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিস।

‘গোবর-থেরাপি’ নিয়ে সম্প্রতি খবরে উঠে এসেছিল গুজরাটের নাম। ‘গোবর-থেরাপি’ হল, প্রথমে গোবর এবং গো-মূত্র একসঙ্গে মিশিয়ে একটি মণ্ড তৈরি করতে হবে। ওই মণ্ড শরীরে মাখিয়ে রোদে শুকোতে হবে। প্রলেপ শুকিয়ে গেলে গরুর দুধ দিয়ে ধুয়ে ফেলা হবে।

শ্রী স্বামীনারায়ণ গুরুকুল বিশ্ব বিদ্যাপ্রতিষ্ঠানাম (এসজিভিপি) নামের একটি আশ্রমে গোবর থেরাপি চালাচ্ছেন কিছু মানুষ। তাঁদের বিশ্বাস এটি করলে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।

কিন্তু চিকিৎসকরা এতে বিপদের গন্ধ পাচ্ছেন। গোবর থেরাপির বিরুদ্ধে সতর্ক করে তাঁরা বলছেন, শরীরে গোবর মাখলে করোনাভাইরাস থেকে মুক্তি তো মিলবেই না উল্টে অন্যান্য সংক্রমণের কারণ হতে পারে।

মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ করোনা রোগীদের মধ্যে দেখা দিচ্ছে। শোনা যাচ্ছে এই ফাঙ্গাস দুর্বল শরীরে বাসা বাঁধছে। এই রোগে মৃত্যু পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞ মহল।

Comments are closed.