কোভিড রোগীদের জন্য বাড়িতে ঘরোয়া খাবার পৌঁছে দেবে রাজ্য সরকার, ৯ তারিখ থেকে চালু পরিষেবা

কোভিড রোগীদের সেবায় এবার এগিয়ে এল রাজ্য সরকার। বাড়িতে থাকা কোভিড রোগীদের জন্য এবার পৌঁছে দেওয়া হবে খাবার। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ, আর তারপরেই চলে যাবে খাবার। দুপুর, রাত, দুবেলাতেই খাবার দেওয়া হবে। সপ্তাহের প্রতিদিনই দেওয়া হবে খাবার।

করোনা সংক্রমিতদের সেবায় এগিয়ে এসেছে রাজ্য পঞ্চায়েত দফতর। পঞ্চায়েত দফাতরের অধীনে থাকা ওয়েস্ট বেঙ্গল কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন (ডব্লুবিসিএডিসি) এই উদ্যোগ নিয়েছে। ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই পরিষেবা।
বাড়ির তৈরী কম তরল, মশলা যুক্ত খাবার দেওয়া হবে। খাবার রান্না করবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। 8170887794, 8250257354 এই দুটি নম্বরে যোগাযোগ করতে হবে খাবারের জন্য। খাবারের মেনুতে থাকছে সাবেকি বাঙালি খাবার ও কন্টিনেন্টাল খাবার। ভাত, কলাইয়ের ডাল, ভাজা, আলু, পেঁপে দিয়ে মুরগির পাতলা ঝোল, চাটনি এবং ফলের বাঙালি প্লেটের দাম ২০০ টাকা। অন্যদিকে কন্টিনেন্টাল মেনুতে থাকছে গ্রীলড চিকেন, গ্রীলড ভেজিটেবলস, ব্রাউন বা হোয়াইট রাইস এবং ফল। এই প্লেটটির দাম ১৫০ টাকা।

দুপুরের খাবারের জন্য আগের দিন রাত ১০টার মধ্যে অর্ডার করতে হবে। রাতের খাবারের জন্য সেইদিন দুপুর বারোটার মধ্যে অর্ডার করতে হবে। এরপর দুপুর ১২ টা থেকে ২ টোর মধ্যে এবং রাতের খাবার সন্ধে ৭টা থেকে ৯টার মধ্যে পৌঁছে যাবে। আপাতত কলকাতায় এই ব্যবস্থা চালু হচ্ছে। এরপর অন্য জেলাগুলিতেও এই ব্যবস্থা চালু হবে।

Comments are closed.