এসবিআইয়ে ফিক্সড ডিপোজিটে কমল সুদের হার, আরও সস্তা হবে গৃহঋণ ও গাড়ির ঋণ

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটরি পলিসি পর্যালোচনা বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক এসবিআই ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়ে দিল। তবে ভালো খবর, সস্তা হচ্ছে গৃহ ঋণ ও গাড়ি ঋণ।

ফের সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফিক্সড ডিপোজিট, গৃহঋণ এবং গাড়ির ঋণের ক্ষেত্রে কমল সুদের হার। ফিক্সড ডিপোজিটে সুদের হার কমল ০.৫ শতাংশ। ফিক্সড ডিপোজিটের সুদ ছিল ৭.৯ শতাংশ এখন পরবর্তিত নিয়মে সুদের হার কমে হবে ৭.৮৫ শতাংশ।

১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নয়া সুদের হার।

গৃহঋণ এবং গাড়ির ঋণে সুদ কমায় উপকৃত হবেন সাধারণ মানুষ। কিন্তু ফিক্সড ডিপোজিটের সুদে কাটছাটের ফলে সমস্যায় পড়তে পারেন বয়স্করা।

Comments are closed.