এবারও ভক্তশূন্য পুরী, দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্ৰীর

করোনা আবহে পালিত হচ্ছে পবিত্র রথযাত্রা। কিন্তু এই বছরও ভক্তশূন্য থাকছে পুরী।রথযাত্রা উপলক্ষে পুরী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে। রবিবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত পুরীতে জারি থাকবে কার্ফু।

জগন্নাথ মন্দিরের প্রশাসক জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওড়িশা সরকারের কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। সেইমত গত বছরের মতো এবছরও ভক্তহীন থাকছে পুরীর রথযাত্রা। তবে এবার পুরীর রথযাত্রায় অংশ নিচ্ছেন ৩ হাজার সেবায়েত ও ১ হাজার কর্মী।

তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ থাকা বাধ্যতামূলক। সেইসঙ্গে ভ্যাকসিনেশন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

সোমবার রথ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ ও বাংলার মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি।

কোবিন্দ জানিয়েছেন, রথযাত্রা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা।

 

মোদী জানিয়েছেন, ভগবান জগন্নাথের আশীর্বাদে সকলের জীবন সমৃদ্ধ হোক।

শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, আশা করি মহাপ্রভু জগন্নাথ সকলকে আশীর্বাদ দেবেন

রথ উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লিখেছেন, আমার সব ভাই ও বোনের সুরক্ষা এবং মঙ্গল কামনা করি।

রথযাত্রা উপলক্ষ্যে প্রতি বছরই জন সুমদ্র হয়ে ওঠে পুরী। রথের দড়ি টেনে পুণ্য অর্জনের জন্য সেখানে যান লক্ষ লক্ষ ভক্ত। বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি তিনটি রথ বানানো হয়। জগন্নাথদেবের রথ নন্দীঘোষ, বলভদ্রের রথ তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন৷

Comments are closed.