এবারেও ভক্ত ছাড়াই পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা

গত বছরের মত এবছরও ভক্ত সমাগমে নিষেধাজ্ঞা জারি থাকবে পুরীর ঐতিহ্যবাহী রথযাত্রায়। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরেই এই নির্দেশ।

আগামী ১২ জুলাই পুরীর রথযাত্রায় অংশগ্রহণ করত পারবেন না ভক্তরা। পূজারীদের অংশগ্রহনের ক্ষেত্রেও বেশকিছু বিধিনিষেধ জারি হয়েছে বলে খবর। করোনা রিপোর্ট নেগেটিভ অথবা টিকার দুটি ডোজ নেওয়া থাকলে তবেই পূজারীরা রথ টানতে পারবেন। একই ভাবে হবে উল্টোরথও।

জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে তৈরি স্পেশাল রিলিফ কমিশনার জানান, জগন্নাথ দেবের এই বাৎসরিক অনুষ্ঠান নিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে তা মেনেই সমস্ত কাজ হবে।

তিনি আরও জানান, রথযাত্রার ৪৮ ঘন্টা আগে সমস্ত অংশগ্রহণকারীর করোনা টেস্ট হবে। আরটি পিসিআর রিপোর্ট যাঁদের নেগেটিভ থাকবে অথবা টিকার দুটি ডোজ নিয়েছেন যে সমস্ত সেবায়েত তাঁরাই রথটানায় অংশ নিতে পারবেন। এবং সমগ্র অনুষ্ঠান লাইভ সম্প্রচারিত হবে সংবাদমাধ্যমগুলিতে।

গত বছর ২২ জুন সুপ্রিম কোর্ট জানিয়েছিল নির্দিষ্ট বিধিনিষেধ মেনেই রথযাত্রা করতে হবে। এবছরও একই নির্দেশ লাগু থাকবে।

Comments are closed.