করোনা চিকিৎসায় অতিরিক্ত বিল! তেলেঙ্গানায় ১০ হাসপাতালের লাইসেন্স বাতিল

শনিবার তেলেঙ্গানার ১০ টি হাসপাতালের লাইসেন্স বাতিল করল তেলেঙ্গানার স্বাস্থ্য ও জনকল্যাণ দফতর

করোনা সংক্রমণের গ্রাফ সামান্য নামলেও, মৃত্যুর সংখ্যা রোজই রেকর্ড গড়ছে। দিকে দিকে মৃত্যুর হাহাকার। এই পরিস্থিতিতে করোনাকে সামনে রেখে ব্যবসার শুরু করেছে কিছু হাসপাতাল। যার মধ্যে রয়েছে তেলেঙ্গানার বেশ কয়েকটি হাসপাতাল। শনিবার তেলেঙ্গানার ১০ টি হাসপাতালের লাইসেন্স বাতিল করল তেলেঙ্গানার স্বাস্থ্য ও জনকল্যাণ দফতর।

বেশ কয়েকদিন ধরেই তেলেঙ্গানার কয়েকটি হাসপাতালের বিরুদ্ধে করোনা রোগীর পরিবারের থেকে অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ পাওয়ার পর সত্যতা যাচাই করতে তদন্তে নামে তেলেঙ্গানার স্বাস্থ্য দফতর। সত্যতা সামনে আসতেই কড়া সিদ্ধান্ত নেয় তেলঙ্গানা সরকার।

শনিবার তেলেঙ্গানার জনস্বাস্থ্য ও জনকল্যাণ দফতরের পরিচালক এই বিষয়ে ১১৫ টি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরে ৭৯ টি হাসপাতালকে নোটিশ দিয়েছে। এবং ১০ টি হাসপাতালের লাইসেন্স বাতিল করে।

শুধু টাকা বেশি নেওয়ার অভিযোগ নয়। পাশাপাশি ওই ১০ হাসপাতালের বিরুদ্ধে রোগী পরিষেবায় অব্যবস্থার অভিযোগও উঠেছে।

করোনা পরিস্থিতিতে যখন গোটা দেশ বেসামাল। সেই সময় বেসরকারি হাসপাতালগুলির অর্থ চাহিদায় নাজেহাল সাধারণ মানুষ।

Comments are closed.