কুয়াশা মোড়া রাতের পাহাড়, অন্ধকার ভেদ করে এগিয়ে যাচ্ছে ছোট্ট ট্রেন। জোনাকির মতো টিম টিম করে জেগে আছে খাদের ধারের শহর। জানলা দিয়ে আসা শীতের ওম চোখ মুখ ছুঁয়ে যাচ্ছে। এমন রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাক্ষী হতে পারেন আপনিও। অভিনব উদ্যোগ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের DHR।
সামনেই ঘুম ফেস্টিভ্যালে। এবার দ্বিতীয় বছরে পড়ল। ১২ নভেম্বর থেকে চলবে ৪ ডিসেম্বর। ঘুম ফেস্টিভ্যাল উপলক্ষ্যেই উৎসবের ক’দিন রাতেও ট্রয়ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে DHR. উৎসবের অঙ্গ হিসেবেই রাতে ট্রেন চালানোর ঘোষণা করেছে DHR.
দার্জিলিং স্টেশন থেকে বাতাসিয়া লুপ হয়ে ঘুম স্টেশন পর্যন্ত চলবে টয় ট্রেন। এই প্রথম রাতের পাহাড়ে চলবে টয় ট্রেন। যে কারণেই স্বভাবিক কারণেই পর্যটকরায় উৎসাহী এই পরিষেবা নিয়ে। DHR-এর তরফে জানানো হয়েছে, আপাতত উৎসবে উপলক্ষ্যে সপ্তাহে একদিন চলবে ট্রেনটি। এরপর পর্যটক বাড়লে ট্রেন আরও বাড়ানো হবে বলে ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে উৎসবের মরশুমে পাহাড় ভ্রমণ এবার আরও জমজমাট।
Comments are closed.