ত্রিপুরায় অভিষেক ব্যানার্জির কনভয়ে হামলার ঘটনায় এবার ত্রিপুরার ডিজিপিকে চিঠি লিখল তৃণমূল। ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী প্রকাশচন্দ্র দাস চিঠিতে অভিযোগ করে বলেছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গাড়িতে হামলা চালানো হয়েছিল খুনের উদ্দেশ্যেই।
ডিজিপি ভি.এস যাদবকে প্রকাশচন্দ্র দাস লিখেছেন, ভিডিওতে দেখা গেছে, রাস্তার পাশে দুষ্কৃতীরা বিজেপির পতাকা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। তাদের হাতে ছিল মোটা লাঠি এবং রড। ইতিমধ্যেই এই ঘটনায় ত্রিপুরা পুলিশের কাছে দোষীদের গ্রেফতারের দাবি তুলে অভিযোগ দায়ের করেছে ত্রিপুরা তৃণমূল। অভিষেক ব্যানার্জির নিরাপত্তা ব্যবস্থায় খামতি ছিল বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার আগরতলা বিমানবন্দর থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার সময় অভিষেক ব্যানার্জির কনভয়ে হামলা চালানো হয়। তাঁর গাড়ির কাচে লাঠির আঘাত করা হয়। এই ভিডিও নিজে টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
অন্যদিকে বুধবার আগরতলা যান বাংলায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ত্রিপুরার প্রাক্তন সিপিএম সাংসদ-বিধায়ক ও শিক্ষক-সরকারি কর্মী সংগঠনের নেতা অজয় বিশ্বাসের সঙ্গে বৈঠক করেন তিনি। জানা গেছে ত্রিপুরায় রোড শো করবেন অভিষেক ব্যানার্জি। এমনকি মমতা ব্যানার্জির সভা করার কথাও আছে ত্রিপুরায়।
Comments are closed.