উত্তরপ্রদেশের ভোটের প্রচারে বিজেপির কলকাতার মা উড়াল পুলের ছবি ব্যবহার ঘিরে তীব্র অস্বস্তির মুখে পড়েছিল গেরুয়া শিবির। এবার ফের একই অভিযোগ তুলল তৃণমূল। ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনে দেখা গেল শিয়ালদহ উড়ালপুলের ছবি। যা নিয়ে ফের একবার বিজেপির বিরুদ্ধে ছবি চুরির অভিযোগ এনেছে ঘাসফুল শিবির।
ত্রিপুরা সরকার শুক্রবার পথ নিরাপত্তা নিয়ে জনসচেতনতা মূলক একটি ট্যুইট করে। ওই ট্যুইটের ছবিতে দেখা যাচ্ছে, হলুদ ট্যাক্সি, ট্রেন লাইন, নীল বাস। যা ত্রিপরায় দেখা যায়না। আর এই ছবিকে হাতিয়ার করেই আসরে নেমেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এর আগে উত্তরপ্রদেশের ভোটের প্রচারে মা উড়ালপুলের ছবি ব্যবহার করেছে যোগী সরকার। উত্তরাখণ্ডের সরকারের বিজ্ঞাপনে অন্ডাল বিমানবন্দরের ছবি ব্যবহার হয়েছে। আর এবার ত্রিপুরা সরকার শিয়ালদহ মা উড়ালপুলের ছবি চুরি করেছে।
যদিও উত্তরপ্রদেশের মতোই ত্রিপুরার ক্ষেত্রেও গেরুয়া শিবির ছবি বিভ্রাটের দায় চাপিয়েছে বিজ্ঞাপন সংস্থার উপর।
Comments are closed.