২০২৩ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। আর বিধানসভা জয়ের লক্ষ্যেই ত্রিপুরার পুর ও নগরপালিকা নির্বাচনকে টার্গেট করেছে ঘাসফুল শিবির। ২০২২ এর পুর ও নগরপালিকা নির্বাচন জয়ের লক্ষ্যে ঝাঁপিয়েছে ঘাসফুল শিবির। সে কারণেই ধারাবাহিক ভাবে ১০-১২ দিন জনসংযোগ যাত্রার কর্মসূচি নিল ত্রিপুরা তৃণমূল।
শুক্রবার আগরতলায় মিছিলের মধ্য দিয়ে জনসংযোগ কর্মসূচির সূচনা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। উপস্থিত ছিলেন ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব।
জানা গিয়েছে, দিদির দূত গাড়ি করে পশ্চিমবঙ্গের জন্য মমতা ব্যানার্জির জনমুখী কর্মসূচিগুলি নিয়ে সে রাজ্যের ব্লকে ব্লকে গিয়ে প্রচার চালাবে তৃণমূল। ত্রিপুরায় তৃণমূল ক্ষমতায় ফিরলে কী কী কাজ করবে তাও জানানো হবে জনসভাগুলিতে।
#TripurarJonnoTrinamool
Looking forward to interacting with the people of Tripura. pic.twitter.com/VBBeF9JhFO— Sushmita Dev সুস্মিতা দেব (@SushmitaDevAITC) October 22, 2021
ত্রিপুরার দায়িত্বে থাকা সাংসদ সুস্মিতা দেব এদিন সংবাদ মাধ্যমকে জানান, ‘ত্রিপুরার জন্য তৃণমূল’ এই স্লোগান নিয়ে আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাব। ত্রিপুরার জন্য মমতা ব্যানার্জির ‘ভিশন’ মানুষকে জানানো আমাদের লক্ষ্য। পুর নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে। রাজ্যের মোট ৫৮টি ব্লক এবং ১৬টি পুর এলাকায় আমরা জনসংযোগ যাত্রা করছি।
Comments are closed.