মোহনবাগানের সভাপতি পদে ফিরলেন টুটু বসু, সচিব সৃঞ্জয়

মোহনবাগান সভাপতি পদে ফিরলেন স্বপনসাধন বসু। ময়দানে তিনি টুটু বসু নামেই পরিচিত। মোহনবাগানের নতুন সচিব হলেন তাঁর ছেলে সৃঞ্জয় বসু। শেষ বছর দুয়েকের সমীকরণ অনেক পাল্টে গেছে মোহনবাগানে। টুটু-অঞ্জন, মোহনবাগানের এই বিখ্যাত জুটিতে ফাটল ধরেছিল। দীর্ঘ কয়েক বছর এক সঙ্গে ক্লাব চালানোর পর দুজন দুজনের বিরুদ্ধে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান অঞ্জন মিত্র। নির্বাচনে সচিব নির্বাচিত হন টুটু বসু। আর সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় আইনজীবী গীতানাথ গঙ্গোপাধ্যায়। কয়েক সপ্তাহ আগেই প্রয়াত হয়েছেন প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। আর তার দিন কয়েক পরেই প্রয়াত হন গীতানাথ গঙ্গোপাধ্যায়।
তারপর থেকে মোহনবাগান সভাপতির পদ ফাঁকাই ছিল।
কয়েকদিন আগেই এটিকে সঙ্গে সংযুক্তিকরণ হয়েছে মোহনবাগানের। সেই নিয়ে এবং নতুন সভাপতি নির্বাচন নিয়ে সোমবার জরুরি কর্মসমিতির বৈঠক ছিল মোহনবাগানে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় সচিব থেকে সভাপতি পদে ফিরছেন টুটু বসু। আর প্রথমবারের জন্য মোহনবাগান সচিব নির্বাচিত হলেন সহ সচিব পদে থাকা সৃঞ্জয় বসু। মোহনবাগানের নতুন সচিব জানিয়েছেন, মোহনবাগান ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সচেষ্ট থাকবেন।

 

Comments are closed.