ছুটি কাটিয়ে নতুন ফিজিকাল ট্রেনারের অধীনে বুধবার অনুশীলন শুরু করল মোহনবাগান, লক্ষ্য আই লিগ

দুর্গা পুজো শেষ। অনেক প্যান্ডেলেই অবশ্য এখনও প্রতিমা আছে। তবু ছুটি শেষ বাঙালির। ছুটি শেষ হয়ে গেল মোহনবাগানের ফুটবলারদেরও। কলকাতা লিগের পরেই ফুটবলারদের বেশ কয়েকদিন ছুটি দিয়েছিলেন মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। নিজেও গিয়েছিলেন ছুটি কাটাতে। মোহনবাগানের স্প্যানিশ ফুটবলাররা মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেই ছুটি কাটিয়ে কলকাতায় ফিরে বুধবার অনুশীলনে যোগ দিলেন তাঁরা। বিদেশিদের মধ্যে একমাত্র অনুপস্থিত ছিলেন সাইরাস।
এদিন মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন নতুন ফিজিকাল ট্রেনার লিথুয়ানিয়ার পলিয়াস রাগাউসকাস। শারদীয়ার মাঝেই পুরনো ফিজিকাল ট্রেনার মাইকেল আবোতসিকে ছেড়ে দিয়েছে মোহনবাগান। এই মরসুমের শুরু থেকেই তাঁকে নিয়ে অনেক প্রশ্ন উঠে গিয়েছিল। অনেক ম্যাচে মোহনবাগান ফুটবলারদের ভুগিয়েছে ফিটনেসের সমস্যা। ফুটবলারদের চোটমুক্ত হতেও সময় লাগছিল। তবু মাইকেলকে রাখতে চাইছিলেন মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু। কিন্তু শেষ পর্যন্ত কর্তাদের প্রবল আপত্তিতে তা আর হয়ে উঠল না। বুধবার সকালে নতুন ফিজিকাল ট্রেনারের অধীনে বেশ কিছুক্ষণ অনুশীলন করলেন ফুটবলাররা। কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে ট্রফি আসেনি। মোহনবাগানের পাখির চোখ তাই এখন আই লিগ। তার আগে অবশ্য বাংলাদেশে একটি প্রতিযোগিতা খেলতে যাবে মোহনবাগান। সেখানে কয়েক দিনের আবাসিক শিবির করবে তারা। তার আগে আগামী কয়েক দিন কলকাতায় অনুশীলন করবে কিবু ব্রিগেড।
এদিন বিজয়া পালন করে ফুটবলারদের মিষ্টিমুখ করান মোহনবাগান কর্তারা।

Comments are closed.