প্রতাপভানু মেহতার পর অর্থনীতিবিদ অরবিন্দ সুব্রহ্মণ্যম, অশোকা ইউনিভার্সিটি থেকে ইস্তফার হিড়িক
অশোকা ইউনিভার্সিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন অর্থনীতিবিদ অরবিন্দ সুব্রহ্মণ্যম।
অশোকা ইউনিভার্সিটির অধ্যাপক বিশিষ্ট অর্থনীতিবিদ অরবিন্দ সুব্রহ্মণ্যম পদত্যাগপত্র জমা দিলেন। প্রতাপভানু মেহতার পদত্যাগের দু’দিন পর এমন একটি সিদ্ধান্ত নিলেন অর্থনীতিবিদ সুব্রহ্মণ্যম।
পদত্যাগপত্রে সুব্রহ্মণ্যম স্পষ্ট জানিয়েছেন, প্রতাপভানু মেহতার বাইরে যাওয়ায় পর ইউনিভার্সিটির একাডেমিক স্বাধীনতা এবং মত প্রকাশ অনর্থক। তিনি আরও লিখেছেন যে, “বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিভঙ্গি, প্রতিশ্রুতির লড়াই এবং তাকে বজায় রাখার সব কিছু নিয়েই বিশ্ববিদ্যালয়ের সামনে প্রশ্ন খাঁড়া হয়েছে” এবং এ কারণেই ইউনিভার্সিটির অধ্যাপক পদ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত সুব্রহ্মণ্যমের।
অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসাবে গত বছরের জুলাই মাসে অশোকা ইউনিভার্সিটিতে যোগ দিয়েছিলেন অরবিন্দ সুব্রহ্মণ্যম। তিনি শুধু অধ্যাপক ছিলেন না, এর পাশাপাশি Ashoka Centre for Economic Policy র পরিচালকও ছিলেন।
এর আগে, ১৭ মার্চ অশোকা ইউনিভার্সিটি থেকে পি বি মেহতা পদত্যাগ করেন। তিনি একজন রাজনীতি এবং রাজনৈতিক তত্ত্ব, সাংবিধানিক আইন, শাসন ও রাজনৈতিক অর্থনীতি বিষয়ে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ হিসাবে পরিচিত ছিলেন।
Comments are closed.