ইউপিএ এবং এনডিএ, দুই আমলেই জিডিপির হার বাড়িয়ে দেখানো হয়েছিলঃ অরবিন্দ সুব্রমনিয়ান

শুধু বিজেপি নেতৃত্বাধীন এনডিএ নয়, ইউপিএ আমলেও জিডিপি বাড়িয়ে দেখানো হয়েছিল, চাঞ্চল্যকর মন্তব্য করলেন দেশের প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমনিয়ান। সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে অর্থনীতিবিদ অরবিন্দ সুব্রমনিয়ান দাবি করেছেন, ইউপিএ এবং এনডিএ দুই জমানায় জিডিপি বৃদ্ধির হার প্রায় ২.৫ শতাংশ বাড়িয়ে দেখানো হয়েছিল।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে লেখা প্রতিবেদনে দেশের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, তিনি নিজে গবেষণা করে দেখেছেন, ২০১১-১২ এবং ২০১৬-১৭, এই দুই আর্থিক বছরে দেশের জিডিপির হার সাড়ে ৪ শতাংশের আশেপাশে ছিল, ৭ শতাংশ নয়। যদিও আর্থিক বৃদ্ধির হার বাড়িয়ে দেখনোকে ‘রাজনৈতিক’ বলতে নারাজ তিনি। একে অর্থনীতির পরিভাষায় ‘মেথোডলজিক্যাল চেঞ্জ’ বলে জানাচ্ছেন ২০১৪ থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদে থাকা অরবিন্দ সুব্রমনিয়ান। দেশের প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ইংরেজি দৈনিকে লিখেছেন, জিডিপির হিসেব কষেছেন অর্থনীতিবিদরা, কোনও রাজনীতিবিদ নন। তাই জিডিপি বৃদ্ধির হার নিয়ে যে রাজনৈতিক চাপানউতোর চলছে তা অনুচিত বলে মনে করেন করেন সুব্রমনিয়ান। তবে ভুল পরিসংখ্যান যে অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলে বলে তা স্বীকার করে নিয়েছেন অরবিন্দ সুব্রমনিয়ান।
এর আগে তাঁর ‘অফ কাউন্সেল, চ্যালেঞ্জেস অফ দ্য মোদী জেটলি ইকনমি’ বইয়ে ২০১৬ সালের নোটবন্দির সমালোচনা করেছিলেন সুব্রমনিয়ান। তিনি লিখেছিলেন, মোদী সরকারের আমলে নোটবন্দির ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছিল।

Comments are closed.