১৬ দিনে পড়ল যুদ্ধ। এখনও রাশিয়ার অধরা ইউক্রেন। এদিকে দু-দেশের তরফে একাধিকবার সমঝোতা বৈঠকে বসা হলেও কোনও রফাসূত্র বের হয়নি। আর এই পরিস্থিতিতে ইউক্রেনের দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। যুদ্ধে ব্যর্থতার জেরে পুতিন ৮ জন সেনাকর্তাকে বরখাস্ত করেছেন।
ইউক্রেনের একটি খবরেট কাগজ ইউক্রেইনস্কা প্রাভদারে দাবি করা হয়েছে, যুদ্ধে হারের জন্য সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার মোট ৮ জন শীর্ষকর্তাকে বরখাস্ত করেছেন পুতিন। ইউক্রেনের দৈনিকের এই দাবি ঘিরেই আন্তর্জাতিক মহলে নানান জল্পনা শুরু হয়েছে।
রাশিয়ার বাহিনী ধারে ভারে ইউক্রেনের থেকে অনেকটাই এগিয়ে। কার্যত দু’দেশের সামরিক শক্তির মধ্যে কোনও তুলনাই চলে না। বিশেষজ্ঞদের একাংশের মতে, তা সত্ত্বেও ইউক্রেনের সঙ্গে যুদ্ধে যথেষ্ট বেগ পেতে হচ্ছে মস্কোকে। ইতিমধ্যেই রাশিয়ার অনেক সৈনিক নিহত হয়েছেন। ট্যাঙ্ক থেকে শুরু করে রাশিয়ার একাধিক যুদ্ধ বিমান ধ্বংস করেছে জেলেনস্কির বাহিনী। সেই সঙ্গে জেলেনস্কির আবেদনে সাড়া দিয়ে বহু সাধারণ ইউক্রেনীয়ও রাশিয়ার বিরুদ্ধে হাতিয়ার তুলে নিয়েছে।
সব মিলিয়ে ইউক্রেনের এদিনের দাবি ঘিরে নতুন করে যুদ্ধ নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও এ প্রসঙ্গে এখনও মস্কোর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Comments are closed.