ইউক্রেন দখলে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাশিয়া। পাল্টা রাশিয়াকে সাধ্যমতো জবাব দিচ্ছে ইউক্রেন। যুদ্ধের আবহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে রাজনৈতিক সহায়তার আর্জি জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট। শনিবার নিজেই এ কথা ট্যুইট করে জানিয়েছেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
এদিন ট্যুইটে তিনি লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি। আগ্রাসন সম্পর্কে তাঁকে জানিয়েছি। প্রায় ১ লক্ষেরও বেশি বহিরাগত ইউক্রেনে ঢুকে পড়েছে। আমাদের নাগরিকদের নিশানা করেছে হামলাকারীরা। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আমাদের রাজনৈতিক সহায়তার আবেদন জানিয়েছি। সেই সঙ্গে একত্রে আগ্রাসনকারীকে রুখে দেওয়ার জন্য আবেদন করেছি।
উল্লেখ, রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদে আমেরিকা ও সহযোগী দেশগুলির রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবের ভোটাভুটিততে অংশ নেয়নি ভারত। একই অবস্থান চীনেরও। আর এর মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্টের নরেন্দ্র মোদীকে ফোন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।
প্রসঙ্গত যুদ্ধ শুরুর দ্বিতীয় দিনেই ভারতে ইউক্রেনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সাহায্য চেয়ে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী রাশিয়াকে যুদ্ধ থেকে বিরত থাকার প্রস্তাব দিক। সেই দিনই ইউক্রেনের আর্জি মেনে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন মোদী। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আর্জি জানান। এখন দেখার ইউক্রেনের প্রেসিডেন্টের ফোনের পর কী পদক্ষেপ নেয় ভারত।
Comments are closed.