দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার আনন্দ উদযাপন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের

কলকাতায় এই বিশেষ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবে ডোনা গাঙ্গুলির দীক্ষামঞ্জরী, গান গাইবেন শ্রীকুমার চ্যাটার্জি

বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই ইউনেস্কো প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে সম্বর্ধনা জানিয়েছেন। এবার দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার আনন্দ উদযাপন করতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শনিবার। কলকাতার জাদুঘরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের বিশেষত্ব হল ডোনা গাঙ্গুলির নাচের স্কুল দীক্ষামঞ্জরীর নৃত্য অনুষ্ঠান। গান গাইবেন শ্রীকুমার চ্যাটার্জি।

জানা গিয়েছে, এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন রাজবাড়ির পুজো উদ্যোক্তা, বারোয়ারি পুজো কিমিটি সদস্যরা, ঢাকি, প্রতিমা শিল্পী ও দুর্গাপুজোর সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষকে সম্বর্ধনা জানানো হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতি ও বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। এছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ছাড়া আরও অনেকে। উল্লেখ্য, কলকাতায় বিজেপির পুজো বলে পরিচিত EZCC এই বছর তৃতীয় বছরে পড়ছে। জানা গিয়েছে, এইবার পুজো করবেন মহিলা পুরোহিত। ওই মহিলা পুরোহিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সুলতা মণ্ডল। পুজোর বিষয় অপার কীর্তি।

শহরে বিজেপির পুজো ছাড়া সন্তোষ মিত্র স্কোয়ার সহ আরও দুটি পুজোর উদ্বোধন করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মহালয়ার দিন বিজেপির একটি প্রতিনিধি দল কলকাতায় আসবেন। ঘুরে দেখবেন অমিত শাহ যেসব পুজো উদ্বোধন করবেন, সেইসব জায়গা। সন্তোষ মিত্র স্কোয়ার এই বছর স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ‘আজাদি কা অমৃত মহোৎসব’কে তুলে ধরবে।

Comments are closed.