মৃত্যু হল সেন কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত আধিকারিক বরুণ সিংহের। বুধবার বেঙ্গালুরুর হাসপাতালে মারা গেলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। ৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি।
গত সপ্তাতেই তামিলনাড়ুর কুন্নুরে নীলগিড়ি পর্বত সংলগ্ন চা বাগানে ভেঙে পড়ে বিপিন রাওয়াতের সেনা কপ্টার। এই কপ্টারে ছিলেন সস্ত্রীক বিপিন রাওয়াত সহ ১৪ জন। একমাত্র জীবিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। তাঁর দেহের অধিকাংশ অংশই পুড়ে গিয়েছিল। কপ্টার দুর্ঘটনার দিনেই বিপিন রাওয়াত সহ ১৩ জন মারা যান। দিল্লির ব্রার স্কোয়ার শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় বিপিন রাওয়াতের। একই চিতায় স্ত্রী মধুলিকা রাওয়াত সহ বিপিন রাওয়াতকে শোয়ানো হয়।
সংসদে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছিলেন, একমাত্র জীবিত সেনা আধিকারিককে বাঁচিয়ে রাখার জন্য সবরকমের চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু শেষরক্ষা হলনা। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বরুণ সিংহ।
Comments are closed.