এবার মেট্রোতে বসে বসেই আপনি পেয়ে যাবেন বিনোদনের খবর। আর কয়েকদিনের মধ্যেই মেট্রোর কামরায় বসতে চলেছে টিভি। জানা গিয়েছে, কলকাতা মেট্রোর সব এসি রেকে বসছে ৩২ ইঞ্চি এলইডি টিভি।
এতদিন শুধুমাত্র মেট্রো স্টেশনে টিভি চলত। কিন্তু এবার ট্রেনের মধ্যে লাগানো হবে টিভি। মেট্রো সূত্রে জানা গিয়েছে, প্রতিটি ট্রেনের কোচের দুই প্রান্তে দুটি করে এলইডি টিভি লাগানো হবে। আরও জানা গিয়েছে, ১৬টি মেগা এসি রেকে মোট ৩২টি টিভি লাগানো হবে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মেট্রো রেল ভবনে ক্রেসান্দা সলিউশনস লিমিটেডের সঙ্গে রেকে এল ই ডি লাগানো নিয়ে চুক্তি হয়েছে। খুব শীঘ্রই মেট্রোতে বসেই টিভি দেখতে পারবেন যাত্রীরা। প্রাথমিকভাবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ লাইনের মেট্রোতে টিভি লাগানো হবে। কারণ এই রুটের মেট্রোতে বেশি যাতায়াত করেন মানুষ। এরপর ইস্ট ওয়েস্ট মেট্রোতেও বসানো হবে এই টিভি। এরফলে যাত্রীদের যেমন মনোরঞ্জন হবে, ঠিক তেমন মেট্রোর লাভ হবে।
Comments are closed.