এবার লোকাল ট্রেনেও বসেছে LED টিভি, কিন্তু টিভিতে কী দেখা যাচ্ছে জানেন ?

আগেই জানা গিয়েছিল এবার থেকে লোকাল ট্রেনে বসবে এলইডি টিভি। সেইসময় অনেকেই বলেছিলেন লোকাল ট্রেনে যে পরিমাণ ভিড় হয়, তা সামাল দিয়ে টিভী দেখতে পারবেন তো যাত্রীরা। আবার অনেকে মজার ছলে বলেছিলেন, টিভি দেখতে দেখতে পরের স্টেশন চলে এলে কেউ হয়তো নামতেই ভুলে যাবেন। হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে ইতিমধ্যেই বসেছে টিভি। কিন্তু জানেন কী টিভিতে কি দেখা যাচ্ছে। জেনে নিন।

ট্রেনে বসানো এলইডি টিভিতে দেখা যাচ্ছে পরবর্তী স্টেশনের নাম। যাত্রীদের বিনোদনের জন্য থাকছে দেখানো হচ্ছে চার্লি চ্যাপলিনের বিভিন্ন শো। এছাড়াও স্বচ্ছ ভারত অভিযানের মতন কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের কথা জানা যাচ্ছে টিভির মাধ্যমে। রেল জানিয়েছে, বিনোদনের জন্য এখন শুধু চার্লি চ্যাপলিনের শো দেখানো হলেও পরবর্তীকালে অন্যান্য অনুষ্ঠান দেখানো হবে এরপর। হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে এলইডি বসানোর বরাত দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে।

ট্রেনের ৭০ শতাংশ অনুষ্ঠান চলবে ওই সংস্থার বাকি ৩০ শতাংশ থেকে দেখা যাবে রেলের প্রচার ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্প। এরফলে ওই বেসরকারি সংস্থার মাধ্যমে লাভ হবে রেলের বলেই জানিয়েছেন আধিকারিকরা। জুলাই মাস থেকেই হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে চালু হয় টিভি। পূর্ব রেলে এক আধিকারিক জানিয়েছেন, আপাতত ৫০ টি লোকাল ট্রেনে এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে রেলের। এরপর ধীরে ধীরে আরও বাড়ানো হবে। ট্রেনের প্রতিটি কামরায় ৪ টি করে ২৪ ইঞ্চির এলইডি টিভি লাগানো হবে। একটি ট্রেনে প্রায় ৪৮ টি টিভি লাগানোর কথা।

Comments are closed.