বাংলার ফুটবল দুনিয়ার ফের নক্ষত্র পতন। কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সুরজিৎ সেনগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার বেলা ১.৫৪ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই ফুটবলার।
গত ২৪ জানুয়ারি করোনা সংক্রমিত হয়ে একটি বেসরকারি হাসপাতলে ভর্তি হন তিনি।তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা প্রচন্ড কম ছিল। গত সপ্তাহের শুক্রবার পর্যন্ত তাঁর শারীরিক অবস্হা সংকটজনক থাকলেও পরে অবস্থার উন্নতি হয়। কিন্তু সোমবার থেকে ফের অবস্থার অবনতি ঘটতে থাকে। ব্যাপ্যাপ সাপোর্টে আইসিইউ-তে রাখা হয়েছিল তাঁকে। অবশেষে সব চেষ্টা বিফল করে না ফেরার দেশে চলে গেলেন।
মোহনবাগান- ইস্টবেঙ্গল চির প্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের জার্সিতেই এক সময় ময়দান দাপিয়ে বেরিয়েছেন সুরজিৎ। ১৯৫১ সালের ৩১ আগস্ট হুগলিতে জন্ম। খিদিরপুর ক্লাব থেকে তাঁর খেলোয়াড় জীবনের অভিষেক ঘটে। ১৯৭২ সালে নাম লেখান সবুজ মেরুন শিবিরে। দু-বছর ছিলেন মোহনবাগানে। ১৯৭৪ সালে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি করেন। দীর্ঘ ৬ বছর ছিলেন সেখানে। মাঝে এক বছর মহামেডান হয়ে ফের চলে যান মোহনবাগানে। ১৯৭৩ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দেশের জার্সিতে খেলেছেন সুরজিৎ। মাঝে ১৯৭৬ সালে সন্তোষ ট্রফিতে বাংলা দলের অধিনায়ক ছিলেন সুরজিৎ সেনগুপ্ত।
Comments are closed.