যাত্রীরা যাতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে সে কারণে ভিস্তাডোম কোচ চালু করেছে রেল। এই কোচগুলোর পুরোটাই কার্যত কাঁচ দিয়ে মোড়া। সেই সঙ্গে কোচের সিটগুলোও ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে। ফলে ট্রেনের মধ্যে বসেই বাইরের দৃশ্যপট উপভোগ করতে পারে যাত্রীরা। এবার শতাব্দী এক্সপ্রেসের সঙ্গেও ভিস্তাডোম কোচ জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। ফলে স্বাভাবিক কারণে শতাব্দী এক্সপ্রেসে যাত্রা আরও রোমাঞ্চকর হতে চলেছে।
সেন্ট্রাল রেলওয়ে জোনের তরফে জানানো হয়েছে, শতাব্দী এক্সপ্রেসের সঙ্গে ভিস্তাডোম কোচ জোড়া হচ্ছে। এই কোচটি পুনে-সেকেন্দ্রাবাদ-পুনে শতাব্দী এক্সপ্রেসের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। ট্রেনটির নম্বর রয়েছে 12026/12025। সাধারণত যে রুটে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, সেই রুট গুলোতে ভিস্তাডোম কোচ চালু করার পরিকল্পনা নিয়েছে রেল।
সেকেন্দ্রাবাদ-পুনে রুটে ভিগওয়ানের কাছে উজানি ব্যাকওয়াটার এবং বাঁধের দৃশ্য অত্যন্ত মনোরম। এই প্রাকৃতিক সৌন্দর্য যাত্রীদের মুগ্ধ করবে। সে কথা ভেবেই এই রুটে শতাব্দী এক্সপ্রেসে ভিস্তাডোম কোচ রাখা হয়েছে। যাত্রী সংখ্যা বাড়লে ভবিষৎ-এ এই রুটে অন্যান্য এক্সপ্রেস ট্রেনগুলোতেও ভিস্তাডোম পরিষেবা শুরু হতে পারে বলে রেলের তরফে জানানো হয়েছে।
Comments are closed.