অ্যাপ ডাউনলোড না করেই এবার সরাসরি করা যাবে হোয়াটস অ্যাপ

এখন থেকে হোয়াটসঅ্যাপ করা হয়ে উঠল আরও সহজ। শুধুমাত্র পরিচিতদের ফোন নম্বর ‘কনট্যাক্ট লিস্টে’ থাকলেই করা যাবে হোয়াটসঅ্যাপ। তার জন্য প্রয়োজন নেই কোনো অ্যাপ ডাউনলোডের। ফলে স্বাভাবিকভাবেই খরচাও কমবে সাধারণ মানুষের। হোয়াটসঅ্যাপ সূত্রে জানানো হয়েছে, কোনও ধরনের অ্যাপ ডাউনলোড না করে এবার থেকে একটি ‘ইউআরএল’ লিঙ্ক-এর মাধ্যমেই সরাসরি অ্যাপটির সঙ্গে যুক্ত হওয়া যাবে। ইংরেজিতে ওয়েব লিঙ্কটি হল ‘api.whatsapp.com’বা সংক্ষেপে ‘wa.me/phone number’। এই ব্যবস্থাটি ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে। এখন এই সুবিধাটি শুধুমাত্র অ্যানড্রয়েড ভার্সন ২.১৮.১৩৮ ফোনেই পাওয়া যাচ্ছে । তবে খুব দ্রুতই সমস্ত ধরনের স্মার্ট ফোনে এই বিশেষ সুবিধাটি চালু করা হবে, কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে।
এর পাশাপাশি ‘ডেটিং অ্যাপ’, ‘ডবল ইমোজি’র মতো বেশ কিছু আকর্ষণীয় অ্যাপ আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। কিছুদিন আগে এই কথা জানান স্বয়ং ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ। বর্তমানে ১৮০টি দেশে প্রায় ১০০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তাই সে ক্ষেত্রে ব্যবহারকারীর নিরাপত্তার ব্যাপারটা গুরুত্ব দিয়ে ভাবছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বিশেষ করে, ‘ডেটা লিক’ এর মতো ঘটনা যাতে না ঘটে সেই দিকেও নজর রাখছে কর্তৃপক্ষ। সম্প্রতি তথ্যচুরি ও রাজনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করার প্রচুর অভিযোগ এসেছিল ফেসবুকের বিরুদ্ধে। বিশ্বজুড়ে প্রশ্নের মুখে পড়েছিল ফেসবুকের বিশ্বাসযোগ্যতা। তারপর হোয়াটসঅ্যাপের এই বিশেষ সুবিধা প্রদান বাণিজ্যের পাশাপাশি ফেসবুকের ভাবমূর্তি তৈরি একটি কৌশল বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। গত ২রা মে জুকারবার্গ ঘোষণা করেছিলেন, হোয়াটসঅ্যাপে এবার দলবদ্ধভাবে ভিডিও কল করা যাবে। তারপর এই নতুন সুবিধা সারা বিশ্বের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে নিঃসন্দেহে একটি সুখবর।

Leave A Reply

Your email address will not be published.