লোকসভা ভোটের পর তৃণমূল যে শুদ্ধিকরণ শুরু করেছিল, তা মানুষের চোখে পড়েছিল। বিজেপি সেটা ধরতে পারেনি। ভোটের ফল ঘোষণার দিন এনডিটিভিকে বললেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।
ডিসেম্বর মাসে তাঁর ট্যুইটের কথা মনে করিয়ে সাংবাদিক শ্রীনিবাসন জৈন প্রশ্ন করেন, এখন কী করবেন? হেসে প্রশান্ত কিশোর জবাব দেন, বাজি জিতেও বলছি, এই কাজ আর আমাকে টানছে না। অন্য কাজ করব।
পিকের মতে মমতা ব্যানার্জির জনসংযোগ ক্ষমতা সম্পর্কে ধারণা ছিল না বিজেপির নেতাদের। পাশাপাশি কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রশান্ত কিশোর। তিনি বলেন, আমি আমার জীবনে এরকম ভোট পরিচালনা দেখিনি। যেখানে মানুষ অতিমারিতে মারা যাচ্ছেন তখন শুধু মাত্র বিজেপিকে সুবিধা দিতে ৮ দফায় ভোট করাল নির্বাচন কমিশন।
Comments are closed.