কলকাতায় কালবৈশাখী ! সঙ্গে বৃষ্টিও হতে পারে, জানাচ্ছে হাওয়া অফিস 

অসহ্য গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। এবছর রেকর্ড মাত্রায় গরম পড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এই পরিস্থিতিতে কলকাতাবাসীর একটাই প্রশ্ন, বৃষ্টি কবে হবে? মাত্রাহীন গরমের মধ্যে অবশেষে কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনের মধ্যেই বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। 

মঙ্গলবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার থেকে শনিবারের মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে আছড়ে পড়তে পারে কালবৈশাখীও। জানা গিয়েছে কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। এমনকী আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার থেকে দক্ষিণবঙ্গে দিনের বেলা কিছুটা তাপমাত্রা কমতে পারে। যা নিঃসন্দেহে স্বস্তির খবর। এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টা তাপপ্রবাহ জারি থাকবে। 

 

  

Comments are closed.