গভীর নিম্নচাপের জের, টানা বৃষ্টিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিপর্যস্ত জনজীবন

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ। নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠায় বাংলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত জনজীবন। জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার বিভিন্ন রাস্তাঘাট। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা জল থই থই। কলকাতায় জারি রয়েছে হলুদ সতর্কতা।

শুক্রবারও বৃষ্টি চলবে বলে জানা গেছে। তবে সপ্তাহের শেষে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যের দক্ষিণ থেকে উত্তরে অতি ভারী থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দক্ষিণ বঙ্গের তিনটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির মতো জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। মালদা, দুই দিনাজপুরে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Comments are closed.