৪০ ডিগ্রির কাছে কলকাতার তাপমাত্রা, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই 

কোথাও ৪০ ডিগ্রি আবার কোথাও ৪০ ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা। গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ। ৪০ ডিগ্রির কাছে পৌঁছে গেল কলকাতার তাপমাত্রাও। এই অবস্থায় আগামী কয়েকদিন দক্ষিণে কোনও বৃষ্টি হবে না বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বরঞ্চ তাপমাত্রার পারদ আরও চড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

৪০ ডিগ্রি ও তার বেশি তাপমাত্রা থাকবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বলেই জানিয়েছে হাওয়া অফিস। রবিবার ছিল কলকাতায় এই মরশুমের উষ্ণতম দিন। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি।

আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৬ ডিগ্রি। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে তাপমাত্রা ৪০ ডিগ্রি। রবিবার বাঁকুড়ায় তাপমাত্রা ছিল ৪৩.১ ডিগ্রি। পশ্চিম বর্ধমানে ছিল ৪২.৫ ডিগ্রি। আসানসোল ছিল ৪২.৩ ডিগ্রি। কিন্তু এরমধ্যেও আশার বাণী উত্তরবঙ্গের জন্য। সেখানে গত সপ্তাহের মতো আগামী কয়েকদিনও বৃষ্টি হতে পারে। হতে পারে শিলা বৃষ্টি।

Comments are closed.