আগের তুলনায় বেশ কমে গিয়েছে বাংলার সংক্রমণ। সেরকমই জানাচ্ছে পরিসংখ্যান। শুক্রবার করোনা অ্যাক্টিভ কেস এবং সুস্থতার হারে রেকর্ড তৈরি হয়েছিল বাংলায়। রেকর্ড হারে কমেছে সংক্রমিতের সংখ্যা। সঙ্গে বেড়েছে সুস্থতার হারও। পরিসংখ্যান কী বলছে? এ রাজ্যে শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৭ হাজার ৪৬৬ জন। বাংলায় করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে হয়েছে মোট ৩৫ হাজার ৫৫৭। করোনা অ্যাক্টিভ কেস গত ২৪ ঘন্টায় কমেছে ৩৯৬ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার জন সংক্রমিত হন করোনা ভাইরাসে। গত ২৪ ঘণ্টায় ৫৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে করোনা সংক্রমণের কারণে।
সংক্রমণের নিরিখে গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হন ৪ হাজার ২৮৩ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৪ হাজার ৭৩২ জন। সুস্থতার হার বেড়ে হল ৮৯.২৫ শতাংশ। শুক্রবার ৪৫ হাজার ৩৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪৮ লক্ষ ২৪ হাজার ৩২৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই তথ্য পাওয়া গিয়েছে স্বাস্থ্য দফতর সূত্রে।
এদিকে, কলকাতায় এখনও অবধি রয়েছে সংক্রমণের শীর্ষে। সেই কারণে কলকাতা নিয়ে এখনও উদ্বিগ্ন প্রশাসন। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭২২১। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬৮৪৯), দক্ষিণ ২৪ পরগনা (২৪৭৪), হাওড়া (২০৪২), হুগলি (১৭৪১), পূর্ব মেদিনীপুর (১৪৬৭), নদিয়া (১৭৮৭), পশ্চিম মেদিনীপুর (১৭২০)।
রাজ্যে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালের সংখ্যা ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৫। মোট কোভিড বেডের সংখ্যা ১২ হাজার ৭১৫, মোট আইসিউ বেডের সংখ্যা ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও অবধি করোনা মোকাবিলায় তৈরি আছে রাজ্য। প্রচুর পরিমাণে নমুনা পরীক্ষা হচ্ছে। সেই সঙ্গে করোনার জন্য বেডও মজুত আছে।
Comments are closed.