রাজ্য পাচ্ছে আরও একটি এয়ারপোর্ট। দ্রুত বাণিজ্যিকভাবে উড়ান পরিষেবা শুরু হবে, রাজ্য প্রশাসন সূত্রে এমনটাই খবর। কেন্দ্রের ‘উড়ান’ স্কিমের আওতায় দেশের অন্যান্য এয়ারপোর্টের পাশাপাশি বার্নপুর এয়ারপোর্টও ছিল। মূলত দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলের কারণেই এই এয়ারপোর্ট দ্রুত চালু করতে তৎপর হয়েছে নবান্ন, এমনটাই খবর।
২০২১-এর শেষের দিকে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া পশ্চিম বর্ধমানের বার্নপুর এয়ারপোর্ট পরিদর্শন করতে আসে। এয়ারপোর্ট সংলগ্ন পরিকাঠামো উন্নতির জন্য কেন্দ্রের তরফে রাজ্যের কাছে বেশ কিছু সুপারিশ করা হয়। জানা গিয়েছে, কেন্দ্রের সুপারিশ মতো পরিকাঠামো উন্নতিতে একাধিক কাজ বাস্তবায়ন করেছে রাজ্য প্রশাসন। তবে এয়ারপোর্ট সংলগ্ন ব্যক্তিগত মালিকানাধীন জমি নিয়ে কিছু জটিলতা এখনও রয়ে গিয়েছে। খুব দ্রুতই তা মিটিয়ে ফেলার জন্য উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
জানা গিয়েছে, বার্নপুর এয়ারপোর্টে ১০৩৪ মিটারের একটি রানওয়ে রয়েছে। ছোট বিমান খুব সহজেই ওই রানওয়েতে ওঠা নাম করতে পারবে। যার ফলে দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও উন্নত হবে। প্রসঙ্গত, পশ্চিম বর্ধমানের অণ্ডালে বেশ কয়েক বছর ধরেই একটি এয়ারপোর্ট চালু রয়েছে। সেখানে বাণিজ্যিকভাবে বিমান ওঠানামা করে। বার্নপুরের এয়ারপোর্ট শুরু হলে জেলায় দুটি এয়ারপোর্ট হবে।
ইতিমধ্যেই পুরুলিয়া, বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে খবর, খুব শীঘ্রই পশ্চিম বর্ধমানে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের আগেই এয়ারপোর্ট সংক্রান্ত কাজ এগিয়ে রাখতে চাইছে জেলা প্রশাসন।
Comments are closed.