করোনা সংক্রমিতের সংস্পর্শে আসায় এবার সেলফ কোয়ারেন্টিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস। ট্যুইট করে নিজেই জানালেন একথা।
রবিবার রাতে ট্যুইটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান লেখেন, ‘একজন কোভিড ১৯ সংক্রমিতের সংস্পর্শে এসেছি। তবে সুস্থ আছি। কোনও উপসর্গ নেই। নিয়ম মেনে আগামী কয়েকদিন সেল্ফ কোয়ারেন্টাইনে থাকব। বাড়ি থেকেই যাবতীয় কাজ করব। পাশাপাশি আরও একাধিক ট্যুইটে প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন WHO প্রধান। তাঁর মতে, করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর সেটা তখনই সম্ভব যদি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলেন। ট্যুইটারে তিনি আরও লেখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আমি ও আমার সহকর্মীরা মানুষের জীবন বাঁচাতে এবং সুরক্ষা প্রদানের কাজ করে যাব।
গত বছর ডিসেম্বরে চিনের উহান প্রদেশ থেকে ছড়ানো মারণ ভাইরাসে সারা বিশ্বে সংক্রমিতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে চার কোটি। প্রাণ হারিয়েছেন ১২ লক্ষেরও বেশি মানুষ। সারা বিশ্বে সংক্রমণ বেড়েই চলেছে। ফের লকডাউনের পথে হাঁটছে ইউরোপের বিভিন্ন দেশ। এই পরিস্থিতিতে সেল্ফ কোয়ারেন্টিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
Comments are closed.