“আপনার এত দুঃখ কেন হচ্ছে? আপনাকে কী কোহিনূর দিয়ে গিয়েছে? – রানী এলিজাবেথের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করে ট্রোল হলেন রাজ ঘরনী শুভশ্রী, ভাইরাল ছবি
সম্প্রতি প্রয়াত হয়েছেন রানী এলিজাবেথ। গত বৃহস্পতিবার দুপুরে বালমেরাল রাজপ্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানী। ৯৬ বছর বয়সে প্রয়াত হন এলিজাবেথ। ইতিমধ্যেই ব্রিটেনের সময় অনুযায়ী তাঁর মরদহ ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে লন্ডনে। আর তারই মধ্যে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন এর ঢল। তারপর তাবড় তাবড় রাষ্ট্রনেতারাও শোক জ্ঞাপন করেছে রাণীর মৃত্যুতে। টলিউড থেকে বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীরাও শোকজ্ঞাপন করেছেন। আর এঁদেরই সাথে রানী মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন আমাদের বাংলার টলিকুইন শুভশ্রী গাঙ্গুলী।
অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে রানী এলিজাবেথের একটি যৌবন কালের ছবি পোস্ট করেছেন। এবং সেটার ক্যাপশনে লিখেছেন, “আমার গোটা জীবন তা সে দীর্ঘস্থায়ী হোক বা ক্ষনস্থায়ী, আপনার সেবায় নিযুক্ত করব। রানি এলিজাবেথ আপনার আত্মার শান্তি কামনা করি।” অভিনেত্রী তাঁর এই পোষ্টের জন্যই চরম হাসির খোরাক হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ায়। এই পোস্ট কোরেই তুমুল ট্রোল করা হয় অভিনেত্রীকে।
সোশ্যাল মিডিয়ায় এক হাত নিলেন নেটিজেনরা। একজন লিখেছন, “এখনও এদের মন থেকে দাসত্ব যায়নি।” অন্য এক নেটিজেন অভিনেত্রীর পোস্ট দেখে প্রশ্ন করেছেন, “আপনার এত দুঃখ কেন হচ্ছে। একটা কোহিনূরও তো দিয়ে যায়নি। যদি কোহিনূর পেয়ে রানির মৃত্যুতে শোকাহত হতেন তাহলে বুঝতাম।” তবে এখানেই শেষ নয়। শুভশ্রীর দেওয়া কোটেশন এবং রানীর আত্মার শান্তি কামনা করায় একজন প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেত্রীর দিকে। তিনি লিখেছেন, “সার্ভিস টু হু…?”
আমরা সকলেই জানি, নেটফ্লেক্সের “দা ক্রাউন” সিরিজটি চলছিল রানী এলিজাবেথের জীবনের কিছু গল্পের উপর ভিত্তি করে। তবে ইতিমধ্যেই রানীর মৃত্যু সংবাদে বন্ধ হয়েছে তা ক্রাউন সিরিজের ষষ্ঠ সিজনের শুটিং। এবং এই সিরিজের স্রষ্টা পিটার বলেন, “দ্য ক্রাউন আসলে ওঁকে (রানি এলিজাবেথ) লেখা প্রেমপত্র। এই মুহূর্তে আমি কিছুই বলতে বা দেখাতে চাই না। নীরব থেকে ওঁকে শ্রদ্ধা জানাতে চাই। সেই কারণেই এই সিরিজের শ্যুটিং আপাতত স্থগিত রাখতে চাইছি।”
তবে এই সিরিজে রানী এলিজাবেথের চরিত্রে অভিনয় করেছিলেন তিনজন নায়িকা। শো এর শুরুতে কুইনের বেশে দেখা গিয়েছিল Claire Foy -কে। মধ্যবয়স্কা রানীর বেশে দেখা গিয়েছিল Olivia Colman -কে। রানীর বৃদ্ধ বয়সের চরিত্রে দেখানো হবে Imelda Staunton -কে। তবে এই সিরিজের পরিচালক স্টিফেন ডালড্রি ২০১৬ সালেই রানির মৃত্যু প্রসঙ্গে বলে দিয়েছিলেন, “আমরা কেউই জানি না কখন দুঃসময় ঘনিয়ে আসবে। তবে আমরা এটুকু জানি যে কী ভাবে তাঁকে শ্রদ্ধা জানাতে হবে। উনি আন্তর্জাতিক আইকন। সেই কথাটা মাথায় রাখতে হবে।”
View this post on Instagram
Comments are closed.