বিশ্বকাপে সেভাবে রোনাল্ডো ম্যাজিক দেখা যায়নি। এমনকী, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে রিজার্ভ বেঞ্চেও বসতে দেখা গিয়েছে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে। সেই রোনাল্ডোকে কি আর দেশের জার্সিতে দেখা যাবে? সম্প্রতি এমনই প্রশ্নের উত্তর দিয়েছেন পর্তুগালের নতুন কোচ রবার্ত মার্টিনেস। জাতীয় দলে সিআরসেভেনের ভবিষ্যত নিয়ে জানতে চাওয়া হলে মার্টিনেস বলেন, পর্তুগালের হয়ে খেলা নিয়ে তিনি রোনাল্ডোর সঙ্গে একান্তে আলোচনায় বসবেন। এরপর এর উত্তর দেওয়া সম্ভব।
পর্তুগালের দায়িত্ব নেওয়ার পর সাংবাদিক বৈঠক করেন মার্টিনেস। সেখানেই পর্তুগিজ মহাতারকাকে নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। যার উত্তরে তিনি বলেন, কাতার বিশ্বকাপের ২৬ জন খেলোয়াড়ের সঙ্গেই আমি কথা বলতে চাই। সেই তালিকায় রোনাল্ডোও রয়েছেন। ওঁর সঙ্গে বসে কথা বলার পরেই আমরা এ নিয়ে সিদ্ধান্ত নেব।
কাতার বিশ্বকাপের পরই পর্তুগিজ মহাতারকাকে নিয়ে নানা রকম জল্পনা ছিল। যার মধ্যে অবশ্যই একটি ছিল, ৩৭-এর রোনাল্ডো কি আর দেশের জার্সিতে খেলবেন! এ নিয়ে গোটা বিশ্বে তাঁর অজস্র অনুগামীর কৌতূহল ছিল। যদিও এ নিয়ে রোনাল্ডো এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।
Comments are closed.