রবিবার থেকে শুরু বিশ্বকাপ ফুটবল। কাতারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল। ১ মাস ধরে চলবে ইভেন্ট। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। দুদিনের কাতার সফরে যাচ্ছেন তিনি। একটি বিবৃতি দিয়ে ভারতের বিদেশমন্ত্রক একথা জানিয়েছে। জানানো হয়েছে, ২০ এবং ২১ নভেম্বর কাতারে থাকবেন জগদীপ ধনখড়।
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন তিনি। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি সেখানকার প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন।
উল্লেখ্য, গত বছরের চ্যাম্পিয়ন টিম ফ্রান্স সহ এই বছর বিশ্বকাপে অংশ নেবে ৩২ টি দেশ। প্রত্যেক গ্রুপে রয়েছে চারটি করে দল। কাতার বনাম ইকুয়েডর ম্যাচের আগে অনুষ্ঠিত হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানটি কাতারের রাজধানী দোঁহা থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত আল বাইত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়ামে একসঙ্গে ৬০,০০০ জন বসে খেলা দেখতে পারবেন। ফাইনাল খেলা হবে লুসেইল স্টেডিয়ামে। সেখানে ৮০,০০০ দর্শক বসতে পারে বলে জানিয়েছে কাতার প্রশাসন। ১৮ ডিসেম্বর হবে ফাইনাল।
Comments are closed.