দেশে বিদ্যুৎসংকট নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বাড়িতেই ডাকলেন বৈঠক

দেশে বিদ্যুৎসংকট নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে জরুরী বৈঠক। বৈঠকে উপস্থিত আছেন বিদ্যুৎমন্ত্রী আরকে সিং, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কয়লামন্ত্রী প্রহলাদ জোশী ছাড়া আরও অনেকে

গরমের  বিদ্যুতের চাহিদা বেড়েছে। এরফলে কয়লা সরবরাহও অনেকটা বেড়েছে। বর্তমানে রোজ গড়ে ৪১৫টি কয়লাবাহী ট্রেন চালাতে হচ্ছে। প্রতিটি সাড়ে তিন হাজার টন কয়লা বহন করছে ট্রেনগুলি। নির্দিষ্ট সময়ে ওই কয়লাবাহী ট্রেনগুলিকে গন্তব্যে পৌঁছে আগামী ২৪ মে পর্যন্ত ৬৭০টি যাত্রিবাহী ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল।

উল্লেখ্য, সবথেকে করুণ অবস্থা দিল্লির। ইতিমধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে আশঙ্কা প্রকাশ করেছেন। তিলি লিখেছিলেন, সারা দেশে বিদ্যুতের চরম সমস্যা চলছে। দিল্লিতে কোনওরকমে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। এর থেকে মুক্তি পেতে সকলকে একজোটে কাজ করতে বলেন তিনি। এই সমস্যা মোকাবেলায় অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দিল্লির সবথেকে বেশি বিদ্যুৎ উৎপাদন হয় যে দুই বিদ্যুৎ কেন্দ্র দাদরি-২ এবং উনছাহারে কয়লার ঘাটতি দেখা দিয়েছে।  

Comments are closed.