গ্রামের দরিদ্র পরিবারের ছেলে গবেষণা করছে, আনন্দে কাঁচা রাস্তা পাকা করে গবেষক ছাত্রের নামে করার সিদ্ধান্ত জেলা পরিষদের

গ্রামের রাস্তার নামকরণ করা হবে গবেষক ছাত্রের নামে

গ্রামের ছেলে পিএইচডি করেছে। এই আনন্দে গ্রামের কাঁচা রাস্তা পাকা করতে উদ্যোগী হল জেলা পরিষদ। রাস্তার শিলান্যাশও করা হয়েছে। জানা গিয়েছে রাস্তার নামকরণ করা হবে ওই গবেষক ছাত্রের নামে। জলপাইগুড়ির বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের দশদরগা গ্রামের বাসিন্দা হায়দার আলি। গরিব কৃষক পরিবারের সন্তান হায়দার ছোট থেকে নানান প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়েছেন। কিন্তু পড়াশোনায় মেধাবী ছিলেন হায়দার। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পিএইচডি করছেন তিনি। এই আনন্দে গ্রামের রাস্তার নামকরণ করা হবে গবেষক ছাত্রের নামে।

এই খবর পাওয়া মাত্র হায়দার আলি বলেন, শুনে খুব ভালো লাগছে আমার নামে রাস্তা হচ্ছে। খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শেষ হলে ভালো লাগবে। এই রাস্তা জাতীয় সড়কের সঙ্গে যুক্ত। তাই কাঁচা রাস্তা পাকা হলে গ্রামের সাধারণ মানুষের উপকার হবে। অন্যদিকে জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামের ছেলে হায়দার আলি। গরিব কৃষক পরিবারের ছেলে। বাবা নিরক্ষর। সেই পরিবারের ছেলে যাদবপুরের মতন বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করছে। ও আমাদের গ্রামের গর্ব। আমাদের জেলার ভবিষ্যত। তাই ওর নামে গ্রামের রাস্তার নামকরণ হচ্ছে।

উল্লেখ্য, গ্রামেরর ওই রাস্তাটি পাকা করে দেওয়ার দাবি জানানো হয়েছিল বহুদিন ধরে। গ্রামবাসীদের দাবি ছিল, ওই রাস্তা জাতীয় সড়কের সঙ্গে যুক্ত থাকার ফলে নিত্যদিন বহু মানুষ কাঁচা রাস্তাই ব্যবহার করতেন। এবার গ্রামের ছেলে গবেষণা করার আনন্দে রাস্তা পাকা হচ্ছে। তাই খুশি গ্রামবাসীরাও। সামনেই পঞ্চায়েত নির্বাচন।

Comments are closed.