কৃতিত্বের স্বীকৃতি; স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর বিশেষ পুলিশ পদক পাচ্ছেন ১১ জন 

কাজের স্বীকৃতি হিসেবে এবছর ১১ জন আইপিএস অফিসার পুলিশ মেডেল পাচ্ছেন। নবান্নের তরফে ইতিমধ্যেই পদক প্রাপকদের নাম প্রকাশ করা হয়েছে। এদিকে শুক্রবারই তদন্তের কৃতিত্ব এবং বিশেষ পরিষেবা প্রদানের জন্য ১৫১ জন পুলিশকর্মীকে বিশেষ সম্মান দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। ১৫১ জনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ৮ পুলিশ কর্মী রয়েছেন।

চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস পদক প্রাপকদের মধ্যে রয়েছেন, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, এডিজি সিআইডি আর রাজশেখরণ, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, বাঁকুড়া রেঞ্জের আইজি সুনীল কুমার চৌধুরী। 

 

পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিসে পদক পাচ্ছেন ডিআইজি বর্ধমান রেঞ্জ অলোক রাজোরিয়া, ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ রশিদ মুনির খান, এআইজি সিকিউরিটি আভারু রবীন্দ্রনাথ, কলকাতা পুলিশের তিনজন ডেপুটি কমিশনার রূপেশ কুমার, আকাশ মাঘারিয়া, জয়িতা বসু, পূর্ব বর্ধমানের এসপি কামনাশীস সেন। আগামী ১৫ আগস্ট রেড রোডে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে ১১ জন আইপিএস অফিসারকে পদক দিয়ে সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

Comments are closed.