কলকাতা পুলিশের জালে ২ মাদক পাচারকারী। উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক। প্রায় দেড় কেজি নিষিদ্ধ মাদক ইয়াবা সহ ২ পাচারকারীকে গ্রেফতার করে এসটিএফ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন বাংলাদেশের বাসিন্দা।
শুক্রবার বিকেল ৪ টে ২০ মিনিট নাগাদ কলকাতার দক্ষিণ বন্দর থানা এলাকার গার্ডেনরিচ-মাঝেরহাট ফ্লাইওভারের কাছে দুই ব্যক্তিকে ইতস্তত ঘুরে বেরাতে দেখে সন্দেহ হয় পুলিশের। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালান এসটিএফের আধিকারিকরা। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, এই দু’জনের কাছে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক আছে। তারপর মহম্মদ ইসমাইল হোসেন ও কারিফুল শেখ নামে ওই দুই ব্যক্তির কাছ থেকে মোট ৭ প্যাকেট ইয়াবা উদ্ধার করে পুলিশ। প্রায় দেড় কেজি ওজনের ওই প্যাকেটগুলোতে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট ছিল বলে পুলিশ সূত্রে খবর। মাদক বাজেয়াপ্ত করে মহম্মদ ইসমাইল ও কারিফুল শেখকে গ্রেফতার করে পুলিশ। ধৃত বছর ৪৩ এর মহম্মদ ইসমাইল হোসেন বাংলাদেশের বাসিন্দা ও ৩৬ বছরের কারিফুল শেখের বাড়ি মালদার ইংরেজবাজারে। কোথা থেকে তারা বিপুল পরিমাণ মাদক পেলো, তার তদন্ত শুরু করেছে পুলিশ। এসটিএফের আধিকারিকদের অনুমান, ধৃতদের সঙ্গে বড় কোনও মাদক পাচার চক্রের যোগ রয়েছে।
Comments