আয়োজকদের অনেকেই আক্রান্ত, করোনার কারণে স্থগিত হল কলকাতা চলচ্চিত্র উৎসব 

মঙ্গলবার পর্যন্ত ঠিক ছিল কোভিড বিধি মেনেই আয়োজিত হবে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের প্রধান কর্মকর্তা রাজ চক্রবর্তী থেকে শুরু করে আয়োজক কমিটির অন্যতম সদস্য পরমব্রত চ্যাটার্জি সকলেই করোনায় আক্রান্ত। এই আবহে পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ সরাসরি মূখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সম্মতিতে চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

উল্লেখ করোনা আবহে কীভাবে চলচ্চিত্র উৎসব হবে তা নিয়ে নানা মহলেই প্রশ্ন দেখা দিয়েছিল। মঙ্গলবার উৎসব কমিটির তরফে শিশির মঞ্চে সাংবাদিক বৈঠক করা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পরমব্রত চ্যাটার্জি, তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, পরিচালক হরনাথ চক্রবর্তী সহ আরও অনেকে। ওই বৈঠকে থেকে জানানো হয়েছিল কোভিড বিধি মেনেই ৫০% দর্শক নিয়ে চলচ্চিত্র উৎসব হবে। সেই সঙ্গে করোনার কারণে ভার্চুয়ালি উৎসবের উদ্ব্ধন হবে। 

উল্লেখ পরমের পাশপাশি এদিন কোভিড আক্রান্ত হয়েছেন রুদ্রনীল ঘোষ। নেট মাধ্যমে অভিনেতা নিজেই একথা জানিয়েছেন। 

Comments are closed.