৩ দিনের জেলা সফরে যাচ্ছেন মমতা ব্যানার্জি, প্রায় ১৬ মাস পর পূর্ব মেদিনীপুরে যাবেন মুখ্যমন্ত্রী

ফের মেদিনীপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ১২ সেপ্টেম্বর রাতেই মুখ্যমন্ত্রী আসছেন খড়্গপুরে। ৩ দিনের সফরে মেদিনীপুর যাচ্ছেন তিনি। এই তিনদিনের সফরে প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।

জানা গিয়েছে, ১৩ তারিখ খড়গপুরেই শিল্প তালুকে একটি বৈঠক করবেন তিনি। ১৪ তারিখ পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রশাসনিক সভা করবেন তিনি। সব শেষ করেই ফিরে আসবেন খড়গপুরে। ১৫ তারিখ সকালে খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্টেডিয়াম মাঠে বেশ কয়েকজন উপভোক্তার হাতে সরকারি সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে চূড়ান্ত ব্যস্ততা খড়গপুরে শিল্পতালুকে প্রশাসনিক মহলে।শুক্রবার বিকেলেই খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সহ জেলা প্রশাসনিক আধিকারিকরা।

উল্লেখ্য, এরআগে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই ঘূর্ণিঝড় যশ পরবর্তী সময়ে মমতা ব্যানার্জি পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় গিয়েছিলেন। সেই সময় দিঘাকে নতুন রূপে সাজানোর কথা বলেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নতুনভাবে সেজে উঠেছে দিঘা।

প্রসঙ্গত বৃহস্পতিবার কলকাতায় কর্মী সম্মেলন থেকে পূর্ব মেদিনীপুরে আসার কথা জানান মমতা ব্যানার্জি। তারপরেই তড়িঘড়ি জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী, পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত আধিকারিকরা তমলুক শহরের সুবর্ণ জয়ন্তী হল পরিদর্শন করেন।

Comments are closed.