করোনা পরিস্থিতি মোকাবিলায় বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। ব্যাঙ্কগুলোকে আগামী ৩ মাস ঋণ মকুবের অনুমতি দিয়েছে আরবিআই। অর্থাৎ আগামী ৩ মাস ব্যাঙ্ক আপনার ইএমআই স্থগিত করতে পারে।
করোনা পরিস্থিতির জেরে রেপো রেট কমাল আরবিআই। ৭৫ বেসিস পয়েন্ট কমল রেপো রেট। এর ফলে ৫.১৫% থেকে রেপো রেট কমে হল ৪.৪%। কমল রিভার্স রেপো রেটও। ৯০ বেসিস পয়েন্ট রিভার্স রেপো রেট কমে ৪.৯% থেকে হল ৪%।
রেপো রেটের অর্থ হল, যে হারে আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে ঋণ দেয়। গভর্নর শক্তিকান্ত দাসের আমলে এই প্রথম এত বেশি রেপো রেট কমাল আরবিআই। এর আগে গত বছর অগাস্টে রিজার্ভ ব্যাঙ্ক ৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল।
প্রধানমন্ত্রীর জারি করা দেশব্যাপী লকডাউনের দ্বিতীয় দিন দেশের গরিব ও প্রান্তিক শ্রেণির জন্য আর্থিক প্যাকেট ঘোষণা করেছিলেন। তৃতীয় দিন আর্থিক নীতিতে বদলের ঘোষণা করে মানুষকে স্বস্তি দিতে চাইল আরবিআই।
এদিকে আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডি’জ ভারতের জিডিপি বৃদ্ধির ফোরকাস্টে কাটছাঁট করেছে। তাদের হিসেবে ভারতের বৃদ্ধি ৫.৩% থেকে ২.৫% য়ে এসে নামবে।
Comments are closed.