শারীরিক অবস্থার অবনতি ৩ বার বিশ্বকাপ জয়ী পেলের, হাসপাতালেই বড়দিন পালন করবে পরিবার

বিশ্বকাপ মিটতেই দুঃসংবাদ। ফুটবল সম্রাট পেলের শারীরিক অবস্থার আরও অবনতি। শরীরে ক্যানসার আরও ভয়াবহ রূপ নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পেলের মেয়ে সোশ্যাল মিডিয়ায় পেলের মেয়ে কেলি জানিয়েছেন, তাঁর বাবার শারীরিক অসুস্থতার জন্য পরিবারের ক্রিসমাসের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এই বছর হাসপাতালেই বাবার সামনে ক্রিসমাস পালন করা হবে। পাশাপাশি অনুরাগীদের পাশে থাকার জন্য ধন্যবাদও জানিয়েছেন পেলের মেয়ে।

৮২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী বেশ কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছেন। কাতার বিশ্বকাপ চলাকালীন পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কেমোথেরাপি কাজ করছিল না বলেও শোনা গিয়েছিল ৩ বার বিশ্বকাপ জয়ী পেলের। এরমধ্যেই সামাজিক মাধ্যমে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। ইনস্টাগ্রাম পোস্ট করে আশা প্রকাশ করেছিলেন, এভাবেই পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবেন নেইমার।

শেষের আটের লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে দলকে এগিয়ে নিয়ে যান নেইমার। তিনি ছুঁয়ে ফেলেন ব্রাজিলের হয়ে পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড। অসাধারণ এই কীর্তির জন্য নেইমারকে অভিনন্দন জানিয়েছিলেন একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা পেলে। আন্তর্জাতিক ফুটবলে দুজনেরই গোল এখন সমান ৭৭টি। পেলে ৭৭ গোল করেছিলেন ৯২ ম্যাচে, নেইমারের লাগে ১২৪ ম্যাচ। নেইমারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমি তোমাকে বেড়ে উঠতে দেখেছি, প্রতিদিন তোমার জন্য গলা ফাটিয়েছি এবং এবার ব্রাজিলের হয়ে আমার সমান গোল সংখ্যায় পৌঁছানোর জন্য আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি।  আমরা দুজনই জানি যে, এটি কেবল একটি সংখ্যা নয়, আরও বেশি কিছু। উল্লেখ্য, ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে পেলে বিশ্বকাপ জয় করে।

Comments are closed.