শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস 8 বিধায়কের, অভিযোগ গ্রহণ স্পিকারের 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনলেন চার বিধায়ক। বুধবারই শুভেন্দুর বিরুদ্ধে বিধনাসভায় দাঁড়িয়ে হুমকি দেওয়ার অভিযোগ এনেছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বৃহস্পতিবার সেই অভিযোগে কৃষ্ণ কল্যাণীর সঙ্গে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের সৌমেন রায় এবং বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনেন। বৃহস্পতিবার সেই নোটিস গ্রহণ করেছেন অধ্যক্ষ বিমান ব্যানার্জি। অভিযোগ খতিয়ে দেখবে বিধানসভার প্রিভিলেজ কমিটি। অভিযোগ সত্যি হলে বিরোধী দলনেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

বুধবার বিধানসভার অধিবেশন শেষে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি থেকে তৃণমূলে যাওয়া কৃষ্ণ কল্যাণী। তাঁর দাবি, শুভেন্দু তাঁকে হুমকি দিয়ে বলেছেন, শীঘ্রই আপনার বাড়িতে আয়কর দফতর যাবে। তখন বুঝবেন ঠেলা। কৃষ্ণ কল্যাণীর ব্যাখ্যা, স্বরাষ্ট্র বাজেটের ওপর রাজ্যের বিরোধী দলনেতা যখন বক্তব্য রাখছিলেন তাঁকে বেশ কয়েকবার তিনি বাধা দেন। যে কারণেই বিধানসভা কক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় নন্দীগ্রামের বিধায়ক তাঁর নাম ধরে বলেন, কালকেই আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স যাবে, তখন বুঝবেন ঠেলা। কৃষ্ণ কল্যাণীর অভিযোগের সুরেই সুর মিলিয়ে তৃণমূলে যোগ দেওয়া বাকি তিন বিধায়কও একই অভিযোগ করেন শুভেন্দুর বিরুদ্ধে। 

এদিকে ওই ৪ বিধায়কের স্বাধিকারভঙ্গের নোটিস প্রসঙ্গে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেন, এখান থেকেই প্রমাণিত ওঁর তৃণমূলেই গিয়েছে। স্পিকারের কাছে আর্জি জনাব ওঁদের বিরুদ্ধে যেন দলত্যাগী আইনে পদক্ষেপ নেওয়া হয়।   

 

Comments are closed.