চতুর্থ দফায় হুগলির ১০ আসনে ভোট, ২০১৬ আর ‘১৯ এর ভোটে কী ফলাফল ছিল?

চতুর্থ দফায় হুগলির বাকি ১০টি আসনে ভোটগ্রহণ। এর আগে তৃতীয় দফায় এই জেলার ৮টি আসনে ভোট হয়েছে। চতুর্থ দফার ভোটে উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলায় ভোট হবে।

একনজরে দেখে নেব ১৬ আর ১৯’ এ এই কেন্দ্রগুলিতে কী ফল ছিল?

উত্তরপাড়া কেন্দ্রে ২০১৬ সালে জেতেন তৃণমূলের প্রবীর ঘোষাল। বর্তমানে তিনি বিজেপিতে। ২০১৯ লোকসভায় এখানে ৪ হাজারের লিড আছে তৃণমূলের।
এই কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চক মল্লিক। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী প্রবীর ঘোষাল লড়ছেন বিজেপির টিকিটে। সিপিএম প্রার্থী রজত ব্যানার্জি।

 

শ্রীরামপুর আসনে ২০১৬ সালে জেতেন তৃণমূল প্রার্থী সুদীপ্ত রায়। ২০১৯ সালে এখানে ৩ হাজারের বেশি ভোটে লিড করছে বিজেপি।
একুশের ভোটেও তৃণমূল প্রার্থী সুদীপ্ত রায়। বিজেপির হয়ে লড়ছেন কবীরশংকর বসু। অন্যদিকে কংগ্রেস প্রার্থী অলোকরঞ্জন ব্যানার্জি।

 

চাঁপদানি আসনে ২০১৬ সালে জয়ী হন কংগ্রেসের আব্দুল মান্নান। ২০১৯ সালে এখানে ১ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
এই ভোটে এবারও কংগ্রেস প্রার্থী বিদায়ী বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তৃণমূল প্রার্থী অরিন্দম গাইন। বিজেপির টিকিটে লড়ছেন দিলীপ সিংহ।

 

২০১৬-র ভোটে সিঙ্গুর কেন্দ্রে জেতেন তৃণমূলের রবীন্দ্রনাথ ভট্টাচার্য। ২০১৯ সালে এই কেন্দ্রে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি।
রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবার বিজেপিতে। বিজেপির প্রার্থী তিনি। তৃণমূলের তরফে এবার প্রার্থী বেচারাম মান্না। সিপিএমের হয়ে লড়াই করছেন সৃজন ভট্টাচার্য।

 

২০১৬ সালে চন্দননগর কেন্দ্রে জয়লাভ করেন গায়ক ইন্দ্রনীল সেন। ২০১৯ সালে লোকসভায় ৩ হাজারের মতো ভোটে এগিয়ে তৃণমূল।
২০২১ সালের বিধানসভাতেও ইন্দ্রনীল সেনের ওপর ভরসা রেখেছে তৃণমূল। সিপিএমের প্রার্থী গৌতম সরকার। দীপাঞ্জন গুহ লড়াই করবেন বিজেপির টিকিটে।

২০১৬ সালে চুঁচুড়া কেন্দ্রে জেতেন তৃণমূলের অসিত মজুমদার। ২০১৯ সালের লোকসভায় এই কেন্দ্রে ২০ হাজার ভোটে এগিয়ে রয়েছে বিজেপি।
একুশের ভোটে এখানে অসিত মজুমদারকেই প্রার্থী করেছে তৃণমূল। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী প্রণব ঘোষ। হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ লকেট চ্যাটার্জি এখানে বিজেপি প্রার্থী।

বলাগড় কেন্দ্রে ২০১৬ সালে জিতেছিলেন তৃণমূলের অসীমকুমার মাঝি। ২০১৯ লোকসভায় এখানে ৩৫ হাজার ভোটে লিড করছে বিজেপি।
এখানে এবার তৃণমূল প্রার্থী দলিত সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী। সিপিএম প্রার্থী মহামায়া মন্ডল। বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র হালদার।

 

১৬-র বিধানসভা ভোটে পান্ডুয়া কেন্দ্রে সিপিএমের তরুণ নেতা আমজাদ হোসেন জয়লাভ করেন। ২০১৯ সালে এই কেন্দ্রে ৭০০ ভোটে এগিয়ে আছে বিজেপি।
২১-এর ভোটে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রত্না দে নাগ। বিজেপি প্রার্থী পার্থ শর্মা আর সিপিএম ভরসা রেখেছে তরুণ আমজাদ হোসেনের ওপর।

 

সপ্তগ্রাম আসনে ২০১৬ সালে জেতেন তৃণমূলের তপন দাশগুপ্ত। ২০১৯ লোকসভায় ২২ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি।
এবার সপ্তগ্রামে বিজেপির হয়ে লড়ছেন দেবব্রত বিশ্বাস। তৃণমূলের তপন দাশগুপ্ত আর কংগ্রেসের পবিত্র দেব লড়াই করছেন।

 

২০১৬ য় চণ্ডীতলায় জয় পান তৃণমূলের স্বাতী খোন্দকার। ২০১৯ লোকসভায় এখানে ১৮ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী তারকা যশ দাশগুপ্ত। স্বাতী খোন্দকারকেই এবার প্রার্থী করেছে তৃণমূল। আর সিপিএম প্রার্থী করেছে পলিটব্যুরো সদস্য তথা এবার বামেদের মুখ মহম্মদ সেলিম।

Comments are closed.