২৯ জুলাই, শনিবার থেকে কলকাতায় শুরু হচ্ছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনার উদ্যোগ নিয়েছে উৎসবের। মঙ্গলবার প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে চলচ্চিত্র উৎসব নিয়ে বিস্তারিত জানান বাংলাদেশের উপ-হাই কমিশনার আন্দালিব ইলিয়াস এবং প্রথম সচিব রঞ্জন সেন।
কলকাতার নন্দন ১ এবং নন্দন ২ প্রেক্ষাগৃহে আগামী ২৯ জুলাই থেকে ৩১ জুলাই তিন দিন দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত ছবি দেখানোর ব্যবস্থা থাকছে। তবে ছবি দেখার জন্য টিকিটের কোনও বিক্রয়মূল্য নেই। বিনা পয়সাতেই মিলবে পাস। নিদির্ষ্ট সময়ে গিয়ে টিকিট সংগ্রহ করলেই বিনামূল্যে ছবি দেখা যাবে।
আগামী বৃহস্পতিবার রয়েছে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। সেই সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিশেষ অতিথি পরিচালক গৌতম ঘোষ। এছাড়াও বাংলাদেশের একঝাঁক কলাকুশলী।
Comments are closed.