লোকসভায় দিনভর বিতর্কের পর মধ্যরাতে ভোটাভুটির মাধ্যমে পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। বিলের পক্ষে ভোট দিয়েছে বিজেপি, শিবসেনা, নীতিশ কুমারের জেডিইউ সহ একাধিক এনডিএ শরিক। বিলের পক্ষে নীতিশ কুমারের জেডিইউয়ের ভোট দেওয়া নিয়ে পার্টির অন্দরে শুরু হয়েছে জল ঘোলা। দলের জাতীয় সহ সভাপতি প্রশান্ত কিশোর ট্যুইট করে অসন্তোষ ব্যক্ত করেছেন।
লোকসভা ভোটে খারাপ ফলের পর তৃণমূলের তরফে ভোট কৌশল কষার ভার দেওয়া হয় ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরকে। ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর তাঁর সংস্থা আই প্যাক বর্তমানে ব্যস্ত বাংলায় তৃণমূলের ফেরা সুনিশ্চিত করতে। নিজের সংস্থা পরিচালনার পাশাপাশি প্রশান্ত কিশোর নীতিশ কুমারের দলের সর্বভারতীয় সহ সভাপতিও। নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে ভোট দেওয়া নিয়ে এবার নিজের অসন্তোষ ব্যক্ত করলেন জেডিইউয়ের সহ সভাপতি তথা ভোট কুশলী প্রশান্ত কিশোর।
সোমবার রাত সাড়ে দশটার পর করা ট্যুইটে প্রশান্ত কিশোর লিখেছেন, দেখে খারাপ লাগছে যে জেডিইউ ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া সিএবিকে সমর্থন জানিয়েছে। এটা দলের গঠনতন্ত্র বিরোধী। গান্ধীর মতাদর্শে গড়ে ওঠা গঠনতন্ত্রের প্রথম পাতায় অন্তত তিনবার ধর্মনিরপেক্ষ কথাটি লেখা রয়েছে, এই সিদ্ধান্ত তার পরিপন্থী।
বিজেপির সঙ্গেই নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে ভোট দিয়েছে নীতিশ কুমারের দল। আবার পক্ষে ভোটদানের বিরোধিতা উঠে এসেছে দলের সহ সভাপতির কণ্ঠে। এই প্রেক্ষিতে প্রশ্ন হল, তাহলে কি নীতিশ-প্রশান্ত সমীকরণেও এর প্রভাব পড়বে? অন্দরের বিরোধিতা কীভাবে সামাল দেবেন নীতিশ, এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন।
Comments are closed.